❏ হযরত ঈসা (عليه السلام) এক সফরে বের হলেন পথে তাঁর সঙ্গে একজন ইহুদী ও সঙ্গী হল। সেই ইহুদীর নিকট দুটি রুটি ছিল পক্ষান্তরে ঈসা (عليه السلام)'র কাছে একটি রুটি ছিল। ঈসা (عليه السلام) তাকে বললেন, আস, আমরা উভয় মিলে রুটি খেয়ে নিই। ইহুদী সম্মতি প্রকাশ করল কিন্তু যখন দেখল যে, ঈসা (عليه السلام)'র নিকট একটি রুটি অথচ তার কাছে দুটি রুটি। তখন। সে মনে মনে আফসােস করতে লাগল- কেন সম্মত হলাম, আমি তাে ঠকবাে।।
অতঃপর যখন খাওয়ার সময় হল তখন ইহুদী একটি রুটি গােপন করে ফেলল এবং একটি রুটি বের করল। ঈসা (عليه السلام) বললেন, তােমার কাছে তাে দু'টি রুটি ছিল আরেকটি কোথায়?
ইহুদী বলল, আমার কাছে তাে একটি রুটিই ছিল। উভয় খাবার খাওয়ার পর সামনে অগ্রসর হয়ে পথে একজন অন্ধ ব্যক্তির সাক্ষাৎ হলে ঈসা (عليه السلام) তার জন্য দোয়া করে তাকে দৃষ্টিশক্তি ফেরৎ দেন। ইহুদীকে এই মু'জিযা দেখিয়ে তিনি বললেন, তােমাকে সে খােদার শপথ, যিনি আমার দোয়ায় এই অন্ধের দৃষ্টিশক্তি ফেরৎ দিয়েছেন, সত্যিকরে বল। তােমার অপর রুটিটি কোথায়? উত্তরে সে বলল, সেই খােদার শপথ, আমার কাছে একটি রুটিই ছিল।
অতঃপর যখন আরাে কিছু অগ্রসর হন তখন পথে একটি হরিণ দেখতে পেলেন। তিনি হরিণকে ডাকলে হরিণ কাছে এসে গেল। তিনি হরিণ যবেহ করে রান্না করে খেয়ে হাড্ডি গুলােকে বললেন, (عليه السلام)
االله باذن قم
আল্লাহর হুকুমে উঠে যাও।
সাথে সাথে হরিণ জীবিত হয়ে চলে গেল। তিনি ইহুদীকে বললেন, তােমাকে সেই খােদার শপথ, যিনি হরিণ খাওয়ায়েছেন এবং পুনরায় জীবিত করে দিয়েছেন, সত্যিকরে বল, তােমার অপর রুটি কোথায়? উত্তরে সে বলল, সেই খােদার শপথ, আমার কাছে মাত্র একটি রুটিই ছিল।
আরাে সামনে অগ্রসর হলে তারা একটি জনবসতি এলাকায় পৌঁছলে ঈসা (عليه السلام) সেখানে অবস্থান করছিলেন। সুযােগ পেয়ে ইহুদী ঈসা (عليه السلام)’র লাঠি মােবারক চুরি করে নিয়ে গেল এবং এটি দিয়ে মৃতকে জীবিত করবে বলে সে অত্যন্ত খুশী হল। এলাকায় সে ঘােষণা করে দিল যে, কোন মৃতকে জীবিত করতে হলে আমার কাছে নিয়ে এসাে। লােকেরা তাকে তাদের হাকেমের নিকট নিয়ে গেল যিনি মারাত্মক রােগে আক্রান্ত ছিলেন। তারা বলল, ইনি অসুস্থ একে ভাল করে দাও। সেই প্রথমে লাঠি দিয়ে হাকেমের মাথায় আঘাত করা মাত্র হাকেম মৃত্যুবরণ করলেন। তারপর সে লােকদের বলল, দেখ, আমি একে কিভাবে জীবিত করি। সে লাঠি দিয়ে লাশের উপর আঘাত করে বলল,
االله باذن قم আল্লাহর হুকুমে উঠে যাও। কিন্তু লাশ জীবিত হলনা ফলে সে দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ল। লােকেরা তাকে হাকেম হত্যার দায়ে ফাঁসী দেয়ার জন্যে নিয়ে গেল। ইত্যবসরে ঈসা (عليه السلام) সেখানে। পৌঁছে গেলেন এবং বললেন, তােমাদের হাকেমকে আমি জীবিত করে দেবাে, তাকে ছেড়ে দাও। অতঃপর তিনি االله باذن قم বলার সাথে সাথে হাকেম জীবিত হয়ে গেলেন আর লােকেরা ইহুদীকে ছেড়ে দিল। তখন ঈসা (عليه السلام) তাকে বললেন, তােমাকে সেই খােদার শপথ, যিনি তােমার প্রাণ রক্ষা করেছে, সত্যিকরে বল তােমার দ্বিতীয় রুটিটি কোথায়?
সে বলল, আমি সেই খােদার শপথ করে বলছি যিনি আমার প্রাণ রক্ষা করেছেন আমার কাছে। দ্বিতীয় কোন রুটিই ছিলনা।
তারা উভয়ে কিছুদুর গেলে পথে তিনটি স্বর্ণের ইট পেলেন। ঈসা (عليه السلام) ইহুদীকে বললেন, একটি আমার, দ্বিতীয়টি তােমার আর তৃতীয়টি হল তার যে তৃতীয় রুটি খেয়েছে। ইহুদী বলল, খােদার কসম, তৃতীয় রুটি আমিই খেয়েছি। অর্থাৎ এতক্ষণে সে সত্যকথা বলল, লোভের বশীভূত হয়ে। ঈসা (عليه السلام) তিনটি ইটই তাকে দিয়ে বললেন, এখন তুমি আমার সঙ্গ ছেড়ে দাও। সেই ইট তিনটি নিয়ে খুশী মনে চলে যাচ্ছিল কিন্তু পথিমধ্যেই ইটসহ তাকে মাটিতে ধ্বসে ফেলা হয়েছে। ●৪০৬
_____________________________
৪০৬.[মাওলানা আবুন নুর মুহাম্মদ বশীর, সাচ্ছি হেকায়াত, উর্দু, খণ্ড:১ম, পৃ:১১৯, সূত্র: আব্দুর রহমান সফুরী (رحمة الله), নুজহাতুল মাজালিস, খণ্ড: ২য়, পৃ:২০৭]