❏ উত্তম কাজ আবিস্কারের মাধ্যমে কবর থেকে সওয়াব লাভ করা


কোন উত্তম কাজ আবিস্কার করে গেলে ঐ উত্তম কাজ পরবর্তীতে যতজন করবে ততজনের আমলের সমান নেকী আল্লাহ পাক আবিস্কারক মৃত ব্যক্তির রুহে পৌছে দিবেন। (সুবহানাল্লাহ) 


❍ নিচে এ ব্যাপারে ছহীহ্ রেওয়ায়েত লক্ষ্য করুন,


حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، كَانَ لَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ،


-“হযরত মুনজির ইবনে জরীর (رضي الله عنه)  তাঁর পিতা হতে বর্ণনা করেছেন, তিনি রাসূলে পাক (ﷺ)  থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী (ﷺ)  বলেছেন: যে ব্যক্তি কোন ভাল রীতি উদ্ভাবন করে, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান যারা তার পরে ইহা আমল করবেন তাদের থেকে।” 


তথ্যসূত্রঃ

・ছহীহ্ মুসলীম, হাদিস নং ১০১৭-৬৯ ও ১০১৭-১৫ 

・হাফিজ ইবনে কাছির: জামেউল মাসানিদ ওয়াস সুনান, ৩য় জি: ৫৮৪ পৃ: 

・সুনানু ইবনে মাজাহ, ১৮ পৃ: 

・ইমাম বায়হাক্বী: শুয়াবুল ঈমান, ৫ম খন্ড, ২৩৭২ পৃ: 

・ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৩য় খন্ড, ৪২৫ পৃ: 

・মেসকাত ইলিম অধ্যায়, হাদিস নং ২১০ 

・তাফছিরে রুহুল বয়ান, ৯ম খন্ড, ২৮২ পৃ: 

・মুসনাদে আহমদ, হাদিস নং ১৯১৫৬ 

・মুসনাদে বাজ্জার, হাদিস নং ২৯৬৩ 

・নাসাঈ শরীফ, হাদিস নং ২৫৫৪ 

・ইমাম তাহাবী: শরহে মুশকিলুল আছার, ২৪৩

・ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৮৯৪৬ 

・ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ২৩৭২ 

・ইমাম বাইহাক্বী: এ’তেকাদ, ১ম খন্ড, ২৩০ পৃ: 

・ইমাম বাগভী: শরহে সুন্নাহ, ৬ষ্ঠ খন্ড, ১৬০ পৃ: 

・মুছান্নাফু ইবনে আবী শায়বাহ, ২য় খন্ড, ৩৫০ পৃ:


দেখুন! উত্তম রীতি উদ্ভাবণ কারীর আমল নামায় অন্যান্য আমলকারীদের সওয়াবের একটি অংশ কেয়ামত পর্যন্ত জমা হতেই থাকবে। এই হাদিস ঈসালে সওয়াবের অন্যতম দলিল।

Top