দোলনা থেকে কবর পর্যন্ত ইলিম অর্জন কর
وقد جاء في الحديث: اطلبوا العلم من المهد الى اللحد
-“হদিস শরীফে এসেছে: দোলনা থেকে কবর পর্যন্ত এলম অর্জন কর।”(তারিখে ইরবিল, ১ম খন্ড, ৭ পৃ:; আল্লামা ঈসমাইল হাক্বী: তাফছিরে রুহুল বয়ান, ৫ম খন্ড, ৩১৩ পৃ:; তাফছিরে নিছাপুরী, ৪র্থ খন্ড, ২৩৭ পৃ:;) 
আল্লামা মুবারক ইবনে আহমদ মুবারক ইবনে মাওহুব ইরবিলী ( رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ৬৩৭ হিজরী ইহাকে ‘হাদিস’ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু এর কোন সনদ আমি খুজে পাইনি।
-----------------------
ú
Top