নবীজির ইলিম আবু বকর (رضي الله عنه)’র ছিনায় দেওয়া হয়েছে
وعن النبي صلى الله عليه وسلم مَا صَبَّ اللَّهُ فِي صَدْرِي شَيْئًا إِلَّا صَبَبْتُهُ فِي صَدْرِ أبي بكر
-“রাসূল ( ﷺ‎‎) হতে বর্ণিত আছে: আল্লাহ আমার ছিনায় যা বাতেনী এলেম দান করেছেন আমি তা আবু বকরের ছিনায় রেখে গেলাম।(আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম ওফাত ৮৯৪ হিজরী: নজহাতুল মাজালিছ ওয়া মুন্তাখাবুন নাফাইছ, ২য় খন্ড, ১৪৭ পৃ:; যিয়াউদ্দিন আবু হাফ্ছ ওফাত ৬২২ হিজরী: আল মুগনী আনিল হুফ্ফাজ ওয়াল কিতাব, ১ম খন্ড, ১৪৭ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: আসরারুল মারফুয়া, ১ম খন্ড, ৪৭৬ পৃ:; আল হাদিকাতুন নাদিয়া ফি ত্বারিকাতিল নক্সবান্দিয়া; অধ্যক্ষ আব্দুল জলীল: নূর নবী, পৃ: ১২২; ফতোয়ায়ে দারুস সুন্নাত, ২য় খন্ড;)  ইহার কোন সনদ আমি খুজে পাইনি।
--------------------------
ú
Top