মাযার বা পীর আউলিয়াদের মাজারে যিয়ারত করার বিষয়টি ইসলামের বিভিন্ন ফেরকা ও মতবাদে ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। যিয়ারত (সমাধি পরিদর্শন) বিষয়ে সহিহ হাদিস ও ইসলামী বিভিন্ন গ্রন্থে দিকনির্দেশনা আছে, যেগুলোকে আলোচনায় আনা যেতে পারে।
সহিহ হাদিসে যিয়ারত সম্পর্কে:
১. মৃতদের স্মরণ করাতে কবর পরিদর্শন করা: নবী মুহাম্মদ (সা.) প্রথমদিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কিন্তু পরে তিনি কবর জিয়ারত করার অনুমতি দেন। তিনি বলেন:
"আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর জিয়ারত করতে পার, কেননা এটি মৃত্যুকে স্মরণ করায়।"(সহিহ মুসলিম, হাদিস: ৯৭৭)
২. কবর পরিদর্শন ও দোয়া করা: মাযারে বা কবরস্থানে গেলে মৃতদের জন্য দোয়া করা সুন্নত। নবী (সা.) কবরস্থানে গিয়ে বলেছেন:
"আসসালামু আলাইকুম, হে মু’মিনদের আবাসস্থলবাসীগণ, আল্লাহ আমাদের ও তোমাদের ওপর শান্তি বর্ষণ করুন। আল্লাহ আমাদের ও তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে মাফ করুন।"(সহিহ মুসলিম, হাদিস: ৯৭৪)
ইসলামী শাস্ত্র ও আলেমদের দৃষ্টিভঙ্গি:
আহলুস সুন্নাহ আলেমগণের মতে মাযার যিয়ারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, মৃতদের জন্য দোয়া ও নেক বান্দাদের উসীলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা।
মাযার যিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে, মৃত্যুকে স্মরণ করা এবং আল্লাহর নৈকট্য লাভকারীদের সান্নিধ্যে গিয়ে অন্তরে প্রশান্তি লাভ করা ও তাদের উসীলা নিয়ে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা।