চতুর্থ অধ্যায়
এই অধ্যায়ে সে সকল প্রচলিত হাদিস সমূহ রয়েছে, যে গুলোর সনদ নেই এবং ‘এর মাআনা তথা অর্থ ছহীহ্’ এরূপ কোন সমর্থনও ইমামদের কাছ থেকে আমি পাইনি। তবে কোন কোন ইমাম, ফকিহ্ ও সূফীগণ এ গুলোকে আল্লাহর রাসূল ( ﷺ‎‎) এর বাণী তথা হাদিস বলে স্ব স্ব উল্লেখ করেছেন।

নামাজ মু’মীনের মেরাজ
قَالَ عَلَيْهِ السَّلَامُ: الصَّلَاةُ مِعْرَاجُ الْمُؤْمِنِ
-“আল্লাহর রাসূল ( ﷺ‎‎) বলেন: নামাজ মু’মিনের মেরাজ।”
ততথ্যসূত্রঃ
*ইমাম ফখরুদ্দিন রাজী: তাফছিরে কবীর শরীফ, ১ম খন্ড, ২৬০ পৃ:; 
*তাফছিরে নিছাপুরী, ১ম খন্ড, ১১৪ পৃ:; 
*তাফছিরে রুহুল বয়ান, ৮ম খন্ড, ৯৮ পৃ:; 
*তাফছিরে মাজহারী, ৬ষ্ঠ খন্ড, ৫৩৯ পৃ: সূরা নূরের ৩৬ আয়াতের ব্যাখ্যায়; আল্লামা মাহমুদ আলুছী: 
*তাফছিরে রুহুল মাআনী, ৬ষ্ঠ খন্ড, ৩৬১ পৃ:; 
*তাফছিরে ওয়াছিত, ২য় খন্ড, ১০৮০ পৃ:; 
*ইমাম যুরকানী: শরহে যুরকানী আলাল মুয়াত্তা, ১ম খন্ড, ১৬৬ পৃ:; 
*আল্লামা মানাভী: ফায়জুল কাদির, ১ম খন্ড, ৪৯৭ পৃ:; 
*ইমাম মোল্লা আলী: শরহে শিফা, ১ম খন্ড, ২১৯ পৃ:; 
*শাহ্ ওয়ালী উল্লাহ মুহাদ্দেছ দেহলভী: হুজ্জাতুল্লাহিল বালেগা, ১ম খন্ড, ১৩৮ পৃ:; 
*হাজী এমদাদুল্লাহ মোহাজেরে মক্কী: দ্বিয়াউল কুলুব; 
*ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ২য় খন্ড, ৫৩৬ পৃ:;

আল্লামা কাজী ছানাউল্লাহ পানিপাথি ( رَحْمَةُ الله عليه‎‎) ইহাকে এভাবে উল্লেখ করেছেন, আল্লামা ইসমাঈল হাক্বী ( رَحْمَةُ الله عليه‎‎), আল্লামা নিছাপুরী ( رَحْمَةُ الله عليه‎‎), আল্লামা নেমাতুল্লাহ মাহমুদ নাখজুবানী ( رَحْمَةُ الله عليه‎‎), ইমাম ফখরুদ্দিন রাজী ( رَحْمَةُ الله عليه‎‎) ইহালে রাসূল ( ﷺ‎‎) এর হাদিস হিসেবে
قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن 
-“আল্লাহর রাসূল ( ﷺ‎‎) বলেন: নামাজ মু’মিনের মেরাজ” এভাবে উল্লেখ করেছেন। যদিও ইহার কোন সনদ নেই এবং ইমামগণ স্পষ্ট করে এর মাআনাকে ছহীহ্ বলেছেন বলেও উল্লেখ নেই, তবে আমার জানা মতে ইহার ভাবার্থ ছহীহ্।
----------------------------
ú
Top