মীলাদ শরীফে কিয়ামের বর্ণনা


এ আলোচনায় একটি ভুমিকা ও দু’টি অধ্যায় রয়েছে। কিয়াম সম্পর্কিত কিছু জরুরী কথা ভূমিকায় আলোকপাত করা হয়েছে।


ভূমিকা


নামাযের মধ্যে দু’ধরনের ইবাদত পাওয়া যায়-মৌখিক ও শারীরিক। মৌখিক ইবাদত হচ্ছে কুরআন তিলওয়াত, রুকু সিজ্দায় তসবীহ, তাশাহুদ ইত্যাদি পাঠ করা। আর শারীরিক ইবাদত চার রকম-কিয়াম, রুকু, সিজ্দা ও বসা। কিয়ামের অর্থ হলো এভাবে সোজা দন্ডায়মান হওয়া যেন হাত হাঁটু পর্যন্ত পৌছতে না পারে আর রুকুর অর্থ হলো এতটুকু ঝোঁকা যেন হাত হাঁটু পর্যন্ত পৌছে যায়। এজন্যে বেশি কুঁজো লোকের পেছনে সুস্থ লোকের নামায পড়া জায়েয নয়। কেননা, সে কিয়াম করতে পারে না, সব সময় রুকুতেই খেকে যায়। সিজ্দার অর্থ হচ্ছে সাতটি অংগ মাটিতে লাগানো। অংগগুলো হচ্ছে দু’পায়ের তলা, দু’হাটু, দু’হাতের তালু, নাক ও কপাল। ইসলাম ধর্মের আগে অন্যান্য নবীগণের উম্মতদের মধ্যে কারো তাযীম বা সম্মানের জন্য দাড়াঁনো,  রুকু করা, সিজ্দা করা, বসা ইত্যাদি কাজ বৈধ ছিল। তবে ইবাদতের নিয়তে নয়, বরং সম্মানার্থে।


যেমন আল্লাহ তা’আলা ফিরিশতাদের দ্বারা আদম (عليه السلام) কে সিজ্দায়ে তাযীমী করায়েছিলেন। হযরত ইয়াকুব (عليه السلام) এর অন্যান্য সন্তানেরা হযরত ইউসূফ (عليه السلام) কে তাযীমী সিজ্দা করেছিলে (কুরআন করীম)। কিন্তু ইসলাম তাযীমী কিয়াম ও তাযীমী বসাটাকে জায়েয রেখেছে এবং তাযীমী রুকু ও সিজ্দাকে হারাম করে দিয়েছে। এতে প্রতীয়মান হরো কুরআন হাদীছের দ্বারা রহিত হয়। কেননা খোদা ভিন্ন অপরের বেলায় তাযীমী সিজ্দা কুরআন দ্বারা প্রমাণিত রয়েছে কিন্তু এটাকে হাদীচ দ্বারা রহিত করা হয়েছে। এও স্বরণ রাখা দরকার যে কারো সামনে মাথা নত করা বা মাটিতে মাথা রাখা হারাম হবে, যুদ রুকু-সিজদার নিয়তে এ কাজ করে। কিন্তু যতি কোন বুযুর্গের জুতা সোজা করার উদ্দেশ্যে বা হাত-পা চুমো দেয়ার জন্য মাথা নত করে, তাহলে যদিওবা মাথা নত পাওয়া গেছে, কিন্তু এতে রুকুর নিয়ত না থাকায় তা রুকু হিসেবে গণ্য হবে না। তবে রুকুর মত ঝুঁকে সালাম করা হারাম অর্থাৎ” সম্মানার্থে রুকু পর্যন্ত নত হওয়া হারাম। তবে অন্য কাজের জন্য যেমন জুতা সোজা করার উদ্দেশ্যে সম্মান পূর্বক ঝুঁকা জায়েয। এ পার্থক্যটা যেন নিশ্চয় স্বরণ থাকে। এটি খুবই সুক্ষ্ম বিষয়।


❏ ফত্ওয়ায়ে শামীর পঞ্চম খন্ডে কিতাবুল কারাহিয়ার অধ্যায়ের শেষে লিপিবদ্ধ আছে-


الْإِيمَاءُ فِي السَّلَامِ إلَى قَرِيبِ الرُّكُوعِ كَالسُّجُودِ وَفِي الْمُحِيطِ أَنَّهُ يُكْرَهُ الِانْحِنَاءُ لِلسُّلْطَانِ وَغَيْرِهِ


-‘‘সালাম দেয়ার সময় রুকু পর্যন্ত ঝুঁকে ইশারা করাটা সিজ্দার মত (হারাম)। মুহিত গ্রন্থে বর্ণিত আছে যে বাদশাহের সামনে মাথা নত করা মাকরূহ তাহরীমা।’’  ৫৯

➥〈 ফাতওয়ায়ে শামী, ৬/৩৮৩ পৃঃ  〉




━━
Top