ঈদের দিনের মাকরূহ কাজসমূহ:
ঈদের দিন ঘরে হোক, মসজিদে হোক ঈদের নামাযের পূর্বে নফল। পড়া মাকরূহ। অনুরূপভাবে দুই ঈদের নামায পড়ার পর মসজিদে নফল নামায পড়াও মাকরূহ; তবে ঘরে পড়া জায়িয আছে। ঈদের নামাজের পূর্বে কাযা নামায আদায় করা জায়িয।
→তরীখুল ইসলাম, ১ম খন্ড, ১৮৫ পৃ:



যাদের ওপর ঈদের নামায ওয়াজিব

যাদের ওপরে জুমুআর নামায ফরয তাদের ওপরে ঈদের নামায আদায় করা ওয়াজিব। আর ঈদের নামায ওয়াজিব হওয়ার শর্তগুলো নিম্নরূপ :

১.স্বাধীন-আযাদ হওয়া।

২. পুরুষ হওয়া : মহিলা, হিজড়াদের জন্য ঈদের নামাযে যাওয়া মাকরূহ।
৩. মুসাফির না হওয়া : মুসাফিরের ওপরে ঈদের নামায ওয়াজিব নয়।

৪. সুস্থ হওয়া।

৫. হাঁটা-চলার ক্ষমতা থাকা।

৬. দৃষ্টিশক্তি ভালো থাকা।

৭. পথঘাটে বৃষ্টি-বাদল, বন্যা ইত্যাদি না হওয়া।

Top