Latest News

হাদিসের আলোকে শবে কদরের দোয়া:
হজরত মা আয়েশা (রা:) নবী করীম ﷺ কে জিজ্ঞেস করেছিলেন,
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو قَالَ ‏ "‏ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


" হে আল্লাহর রাসুল ﷺ যদি আমি ভাগ্যক্রমে লায়লাতুল কদর পেয়ে যাই আমি কি দোয়া করব? তখন নবী করীম ﷺ বললেন, তুমি এই দোয়া পড়,اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي  "হে আল্লাহ!  তুমি মহাক্ষমাধর, তুমি ক্ষমা করাকে পছন্দ করো,অতএব, তুমি আমাকে ক্ষমা করে দাও।"
√ সুনানে ইবনে মাজাহ : ৩৮৫০
√ তিরমিজি শরীফ: ৩৫১৩

Top