Latest News

দরসে হাদিসঃ শানে মওলা আলী (রা.)
🖋কৃতঃ গোলাম দস্তগীর লিসানী

আবু যার রা. বর্ণিত, রাসূল দ. হযরত আলী রা. কে বলেন,
১. তুমি প্রথম ঈমান এনেছ।
২. তুমি কিয়ামাতের ময়দানে আমার সাথে প্রথম হাত মেলাবে।
৩. তুমি সিদ্দিকে আকবার।
৪. তুমি ফারুক। তুমি সত্য ও মিথ্যার মাঝে ফারাক করে দাও।
৫. তুমি মু’মিনদের ইয়া’সুব (আল্লাহ্’র কথা মনে করিয়ে দেনেওয়ালা) এবং সম্পদ হল কাফিরদের ইয়া’সুব।

এ হাদিসটি বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মৌলিকভাবে কথাগুলো এগুলোই। ইয়া’সুব দিয়ে স্মরণও বোঝায়, খোদার কথা মনে করিয়ে দেয়াও বোঝায়। শব্দটা মূলত হিব্রু বা ইবরানি।

এই পাঁচ বৈশিষ্ট্যের হাদিসটি বর্ণিত হয়েছে যে সাহাবিগণ দ্বারা:
হযরত আলী রা.
হযরত আবু যার গিফারি রা.
হযরত সালমান ফারসি রা.
হযরত আবু লায়লা গিফারি রা.
হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রা.
হযরত হুযাইফা রা.

কমপক্ষে ছয়জন সাহাবি রা. দ্বারা ভিন্ন ভিন্ন সূত্রে বয়ান হবার কারণে হাদিসটা মুতাওয়াতিরের কাছাকাছি পৌছে গেছে যদিও মুতাওয়াতির হবার জন্য কমপক্ষে দশজন সাহাবি কর্তৃক সহিহ সনদে আসতে হয়। এ হাদিস নিদেনপক্ষে মাশহুর।

Top