"মুফতি শাহ্ শেরে মিল্লাত"
[আরিফ ওয়াকিজ]
মুফতিয়ে আজম বাঙাল, হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী (রাহঃ)'র স্মরণে।
ভিতরটা মোচড় দিয়ে আসে
হাসিতে পাগল করা টান,
থেমে থেমে কথার ছিলো গতি
প্রতিটা কোটি মুল্য মান।
নুয়ে হেটে যেতো যেথা পথে
লুটিয়ে পরতো শিষ্টাচার,
অবাক হয়ে দেখতো পরিবেশ
শেরে মিল্লাতের সমাচার।
শাইখের প্রিয় আহার ভোজ
পিয়াঁজুর চায়ে চুবুনি,
দুধ আলতার নরম মুখেতে
সুগন্ধি পানের চিবুনি।
একদা গেলাম ধারে তাহার
সালামি আরজ করি পায়,
মধুমাখা হাসিতে বৎস কহে
আসিবার কারন শুনতে চায়।
আবেদন করি মনও খায়েশ
তরিকার গোপন সূত্রপাতে,
জালালি মুখ লইয়া কহে
আসিও জুমা শরীফ রাতে।
হাজিরা দিলাম আবার অধম
ছুইলাম তাহার পাক চরণ,
মাথায় হাত দিয়া কহে শোনো
ইজাজত দিলো মাশায়েখগন।
ত্বরিকার বিশেষ খাদেম তিনি
কাধে তার মহা দায়িত্ব,
তবুও সে থাকতো সাদামাটা
দেখায়নি আপন কৃতিত্ব।
বাংলার মুসলীম গনের মনে
এক বিষ্ময়কর জাত,
সকলের হৃদয়ে করবে রাজ
মুফতি শাহ্ শেরে মিল্লাত।
Related Posts
আগুনের ঝলক
আগুনের ঝলককবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- দ্রোহীদের যত প্রথা,দ্রোহময় যত কথা,বলবে তাদ[...]
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- সবুজ গম্বুজ আর উচ্চ মিনার[...]
মুজাদ্দিদ আলফে সানী
মুজাদ্দিদে আলফে সানি (রহমতুল্লাহি আলাইহি) কে নিয়ে কবি ফররুখ আহমদের কবিতা-"মুজাদ্দিদ আলফে সানী''কবিঃ [...]
“ইশকে নবীর ফোয়ারা কোথায়”
ইশকে নবীর ফোয়ারা কোথায়কতটা গভীর কতটা অতললাজুক আশিক পিয়াস মেটায়আবরু লুকায় টানিয়ে আঁচল।এই সুধা কভু মিট[...]