মানুষের মাঝে মীমাংসা করানাের ফযীলত
এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]
সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ
▶৭৫) হযরত সায়্যিদুনা আবু দারদা (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম (ﷺ) ইরশাদ করেন: “আমি কি তােমাদেরকে মর্যাদার দিক থেকে নামায, রােযা এবং সদকার চেয়ে উত্তম আমলের ব্যাপারে বলবাে না?” সাহাবায়ে কিরামগণ (رضي الله عنه) আরয করলেন: “অবশ্যই বলুন।” হুযুর (ﷺ) ইরশাদ করলেন: “পরস্পর সম্পর্ককে ঠিক করাে, কেননা অনৈক্য দ্বীনকে নিশ্চিহ্নকারী।”
তথ্যসূত্রঃ (সুনানে তিরমিযী, কিতাবুল সিফতিল কিয়ামাতি, ৫৬তম অধ্যায়, হাদীস নং- ২৫১৭, ৪/২২৮।)