দয়া ও কোমল হৃদয়ের ফযীলতঃ

এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]

সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ


▶৪০) হযরত সায়্যিদুনা আনাস رضي الله عنه থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম (ﷺ)  ইরশাদ করেন: “সেই সত্তার শপথ, যার কুদরতের হাতে আমার প্রাণ! আল্লাহ তায়ালা শুধুমাত্র দয়ালুকেই তাঁর দয়া দান করেন।” আমরা আরয করলাম: “ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)  আমরা কি সবাই দয়ালু?” ইরশাদ করলেন: “সেই ব্যক্তি দয়ালু নয়, যে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবার-পরিজনদের উপর দয়া করে বরং দয়ালু সেই ব্যক্তি, যে সকল মুসলমানের উপর দয়া করে।”


তথ্যসূত্রঃ আয যুহুদ লিহানাদ, বাবুর রাহমাতি, হাদীস নং-১৩২৫, ২/৬১৬


▶৪১) আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দীক  رضي الله عنه থেকে বর্ণিত, নবীয়ে করীম, রউফুর রহীম (ﷺ) ইরশাদ করেন: আল্লাহ তায়ালা ইরশাদ করছেন: “যদি তােমরা আমার দয়া পেতে চাও, তবে আমার সৃষ্টির প্রতি দয়া করাে।”


তথ্যসূত্রঃ  আল কামিলু ফি দা ফায়ির রিজাল, নম্বর- ২৩/৫৯৩, খালিদ বিন ওমর, ৩/৪৫৭


▶৪২) হযরত সায়্যিদুনা উসামা বিন যায়েদ رضي الله عنه থেকে বর্ণিত, প্রিয় আক্বা মক্কী মাদানী মুস্তফা (ﷺ)  ইরশাদ করেন: “নিশ্চয় আল্লাহ তায়ালা দয়ালু বান্দাদের প্রতিই দয়া করে থাকেন।” 


তথ্যসূত্রঃ সহীহ বুখারী, কিতাবুজ জানায়িয, হাদীস নং- ১২৮৪, ১/৪৩৪


▶৪৩) হযরত সায়্যিদুনা জাবির رضي الله عنه থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম (ﷺ)  ইরশাদ করেন: “যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তায়ালা তার প্রতি দয়া করেন না।”


তথ্যসূত্রঃ সহীহ মুসলিম, কিতাবুল ফাযায়িল, হাদীস নং- ২৩১৯, ১২৬৮ পৃষ্ঠা।


▶৪৪) হযরত সায়্যিদুনা জরীর رضي الله عنه থেকে বর্ণিত, তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, হুযুর (ﷺ)  ইরশাদ করেন: “যে ব্যক্তি দয়া করে না, তাকেও দয়া করা হয় না এবং যে ব্যক্তি ক্ষমা করে না, তাকে ক্ষমা করা হয় না।”


তথ্যসূত্রঃ আত তারগীব ওয়াত তারহীব, কিতাবুল কাযায়ি ওয়া গাইরুহু, হাদীস নং- ৩৪৪৮, ৩/১৫৪


▶৪৫) হযরত সায়্যিদুনা জরীর رضي الله عنه থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম (ﷺ)  ইরশাদ করেন: “যে পৃথিবীবাসীকে দয়া করে না, আসমানের মালিক তাকে দয়া করেন না।”


তথ্যসূত্রঃ আত তারগীব ওয়াত তারহীব, কিতাবুল কায়ি ওয়া গাইরুহু, হাদীস নং- ৩৪৫১, ৩/১৫৪


▶৪৬) হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ رضي الله عنه থেকে বর্নিত মদীনার তাজেদার, রাসূলদের সরদার, হুযুরে আনওয়ার (ﷺ)  ইরশাদ করেন, "পৃথিবীবাসীদের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমার প্রতি দয়া করবেন।"


তথ্যসূত্রঃ মুসান্নিফ ইবনে আবী শায়বা, কিতাবুল আদব, হাদীস নং- ১০, ৬/৯৪


▶৪৭) হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর  رضي الله عنه বর্ণনা করেন, আমি আল্লাহ তায়ালার প্রিয় হাবীব (ﷺ)  - কে ইরশাদ করতে শুনেছি যে, “দয়া করাে, তােমার উপর দয়া করা হবে। ক্ষমা করাে, তােমাকে ক্ষমা করা হবে।”


তথ্যসূত্রঃ শুয়াবুল ঈমান লিল বায়হাকী, বাবু ফি মুয়ালাজাতি কুল্ল যানবী বিহু গুবাতি, হাদীস নং-৭২৩৬, ৫/৪৪৯


▶৪৮) হযরত সায়্যিদুনা সাহাল বিন সাআদ رضي الله عنه থেকে বর্ণিত, এক মহিলা প্রিয় নবী (ﷺ) এর দরবারে কোন চাহিদার কথা আরজ করার জন্য উপস্থিত হলেন, কিন্তু তার নবীয়ে করীম  এর নিকটে যাওয়ার কোন সুযােগ হলাে না। এ অবস্থা দেখে একজন সাহাবী নিজের স্থান ছেড়ে দিলেন এবং মহিলাটি সেখানেই বসে গেলেন। অতঃপর তার চাহিদা পূর্ণ হয়ে গেলাে। হুযুর (ﷺ) সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন: “তুমি এরূপ করলে কেন?” তিনি আরয করলেন: “তার প্রতি আমার দয়া হয়েছিলাে।” এ কথা শুনে নবী করীম (ﷺ)  ইরশাদ করলেন: “আল্লাহ তায়ালা তােমার প্রতি দয়া করুক।”


তথ্যসূত্রঃ আল মু'জামুল কবীর, হাদীস নং- ৫৮৫৪, ৬/১৬১।


▶৪৯) হযরত সায়্যিদুনা কুররা رضي الله عنه থেকে বর্ণিত, এক ব্যক্তি প্রিয় নবী (ﷺ)  এর দরবারে আরয করলেন: “ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আমি যখন ছাগল জবাই করি, তখন তার প্রতি আমার দয়া হয়।” হুযুর (ﷺ)  ইরশাদ করলেন: “তুমি যদি ছাগলের প্রতি দয়া করাে, আল্লাহ তায়ালা তােমার প্রতি দয়া করবেন।”


তথ্যসূত্রঃ আল মুসনাদে লিইমাম আহমদ বিন হাম্বল, হাদীস নং- ১৫৫৯২, ৫/৩০৪
Top