জিজ্ঞাসা–৯৫৩: মৃত সন্তান জন্ম নিলে তার দাফন করার নিয়ম কি?– আবুল কাশেম।
জবাব: মৃত সন্তান ভূমিষ্ঠ হলে নিয়ম হল, তার নাম রাখা ও গোসল দেওয়া। তারপর একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করে দেওয়া। মৃত ভূমিষ্ট শিশুর জানাযা পড়ার নিয়ম নেই।
জাবের রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺবলেছেন,
الطِّفْلُ لاَ يُصَلَّى عَلَيْهِ، وَلاَ يَرِثُ، وَلاَ يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ
শিশুর উপর জানাযা পড়া হবে না…( যদি সে না কাঁদে)। তবে যদি জন্মের পর কাঁদে তথা জীবিত জন্ম নেয় (তাহলে তার জানাযা পড়তে হবে…)। (তিরমিযি ১০৩২)
ফাতাওয়া হিন্দিয়াতে এসেছে,
من استهل بعد الولادة سمى، وغسل وصلى عليه
যে শিশু জন্মের পর কাঁদবে তার নাম রাখা হবে, গোসল দেয়া হবে, জানাযা পড়া হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৯)
মাওলানা উমায়ের কোব্বাদী