দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ১০০০ সুন্নাতসমূহঃ-

১ম পর্ব-

ঘুম থেকে জেগে উঠাঃ-

১। নিজ হাত দ্বারা চেহারা থেকে ঘুমের ভাব দূর করা। ১

২ । ঘুম থেকে জেগে উঠার দো’আ পাঠ করা-

 الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণঃ- আলহামদুলিল্লাহিল লাযি আহইয়ানা বা'দা মা আমাতানা, ওয়া ইলাইহিন নুশুর।

অর্থঃ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর (ঘুমের) পর জীবন দান করেছেন এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন।’ ২

৩। মিসওয়াক করা। ৩

৪ । দুই হাত তিনবার ধৌত করা। ৪

৫। নাকে তিনবার পানি দেয়া। ৫

 ________________________
 ১. আল বুখারী, হাদীস ১৮৩।

 ২. আল বুখারী, হাদীস ৬৩১২।

 ৩. আল বুখারী, হাদীস ২৪৫। মুসলিম, হাদীস ২৫৫।

 ৪. আল বুখারী, হাদীস ৩২৯৫, মুসলিম হাদীস ২৪৫।

 ৫. মুসলিম হা/২৭৮।

চলবে......
ইনশা আল্লাহ।
Top