"মোরা হিন্দের মুসলমান"
[লেখক :: আরিফ ওয়াকিজ]
০৬ রজব উপমহাদেশের সব চেয়ে বেশি ইসলাম প্রচারে যার অবদান, হযরত খাজা মঈনউদ্দিন চিশতি রাহঃ ওফাত দিবস।
মোরে করিও না আর ভাগবণ্টন
মোরা হিন্দের মুসলমান,
দিও না মোরে আর অসহ্য যাতন
মোরা হিন্দের মুসলমান।
রক্ত খাদক শক্ত মন
আর ক্ষুব্ধ সারাক্ষণ,
মিথ্যার রাজা বাজনা বাজা
খুশিয়ে দে রে মন।
মোরে করিও না ভাগবণ্টন
মোরে দিও না আর যাতন
ইয়াজিদ দোশর করেছে ফখর
মিটিবে নাহি ক্ষমতার গোড়,
ফখর জহর পিলায়ে নহর
দিয়াছে হুসাইনী রক্তের জোড়।
হুশিয়ার বল দিলির দল
মুসলীম না ডরে মেঘ""বাদল,
বুক চিড়িয়া মুখ ফুটিয়া বল
মোরা হিন্দের মুসলিম দল।
বাদশা খাজা আসল রাজা
জিন্জির বাধিয়া অযথা সাজা,
রক্ত রাক্ষুস জখমে নেজা
সিপাহী-সালার পুটলি তাজা।
করেছো লালন দুষ্ট মন
আসিলো খাজার আগমন ক্ষন,
দলে দলে সবে রাঙ্গিয়া বদন
কহিলো খাজার সৈন্যজন,
মোরে করিও না ভাগবণ্টন
মোরে দিও না আর যাতন।
ওরে শোন হে দুশমন জন
ভয়ে না ডরে ওয়াকিজের মন,
পক্ষে না কহিবো তোর কথন
সত্যের এক আসিবে ক্ষন।
জান যাবে ফের মাল যাবে
গাজওয়ার কোই শে"র গাবে,
ডংকা বাজায়ে খুশ হবে
মুসলিম শাসন মত হবে।
গাহিও সেদিন শান্তি গান
পুষ্ট ফুটিয়া শেমল শ্বসান,
মাতৃভূমির মাতৃশান
কহো মুসলিম কহে যান।
মোরা হিন্দের মুসলমান
মোরা হিন্দের মুসলমান।
Related Posts
আগুনের ঝলক
আগুনের ঝলককবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- দ্রোহীদের যত প্রথা,দ্রোহময় যত কথা,বলবে তাদ[...]
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- সবুজ গম্বুজ আর উচ্চ মিনার[...]
মুজাদ্দিদ আলফে সানী
মুজাদ্দিদে আলফে সানি (রহমতুল্লাহি আলাইহি) কে নিয়ে কবি ফররুখ আহমদের কবিতা-"মুজাদ্দিদ আলফে সানী''কবিঃ [...]
“ইশকে নবীর ফোয়ারা কোথায়”
ইশকে নবীর ফোয়ারা কোথায়কতটা গভীর কতটা অতললাজুক আশিক পিয়াস মেটায়আবরু লুকায় টানিয়ে আঁচল।এই সুধা কভু মিট[...]