নামাজ পড়লে শিরক !? :)
-----

এই একটু আগে। চুল সাইজ করাচ্ছিলাম। এক মহাজ্ঞানী বলল, ‘নিয়্যত করে নামাজ পড়লে শেরেক হবে।’

বললাম, মূর্তিপূজা করলে মুশরিক বলেন না, নামাজিরে নামাজ পড়ার কারণে মুশরিক বলছেন। বাহ্। রাখেন, রাখেন, আপনার রগরগ চিনি। আগে কালেমা বলেন।

এইবার তার মুখচোখে হাসি।

বললাম, কালেমা বলেন?
-না, এইটা তো বলব না।
-এইতো। আপনার কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ্। সমস্যা হইল, যে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ দ.’ বলে, তারেও মুশরিক জানেন আপনে, তাই না?

আবার তার চোখেমুখে হাসি।

প্রায় ৪৫ মিনিট। পরস্পর অপরিচিত-অর্ধপরিচিত সেলুন মালিক-কর্মচারী এবং ক্লায়েন্ট চারজন মিলে তাকে শুষ্ক বিধৌতকরণ করলাম। ড্রাই ওয়াশ। মাঝে মাঝে ড্রাই ওয়াশ করালে কোট জ্যাকেটের মতন ঈমানও তাজা হয়।

(অবশ্যই জবান দিয়া, আমরা টেরোরিস্ট না)
Top