দোয়া করলে স্পন্টেনিয়াস কমবাশনের জন্য দোয়া করুন
-----
আমরা নিজের আগুনে জ্বলে উঠব। মালিককে বলব, মালিক, তুমিই আমার ও আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট। হাসবি রাব্বি। রাদিতু বিল্লাহি রাব্বা। রব হিসাবে তুমিই যথেষ্ট। আল্লাহ্’র উপর রব হিসাবে আমি রাজিখুশি। তুমি আমার নিয়্যতকে শক্ত কর। নিয়্যতকে পরিচ্ছন্ন করো, যেন সেটায় আমিত্বের কোনও একক, যৌথ, পারিবারিক, সামাজিক, মতবাদগত, দলগত, রাষ্ট্রগত স্বার্থ জড়িত না হয়। তখনি নিয়্যত হবে শুদ্ধ। তুমি আমার নিয়্যতের সাথে কাজের সামঞ্জস্য দাও। যেমন শুদ্ধ নিয়্যত তুমি দিবে, তেমনি শুদ্ধ কাজ তুমি দাও। যেন বৈপরীত্য না থাকে। তুমি আমার জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রশিক্ষণ এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজের সময়কে কাজে লাগিয়ে জাগতিক-আধ্যাতিক উন্নয়নের পথ খুলে দাও। তারপর তুমি আমাদেরকে, আমাকে দিয়ে করাও।
তুমি দয়া করো। তুমি করিয়ে নাও। অনেক অনেক কাজ। অনেক অনেক সেবা হওয়ার বাকি। তোমার বান্দারা তোমাকে চেনে না। তোমার বান্দারা তোমার হয়ে সৃষ্টির সেবা করে না। তুমি নিজে নিজ গুণে করিয়ে নাও। আমাকে দিয়ে করিয়ে নাও, নাহয় তাকে দিয়ে করিয়ে নাও, নাহয় ওকে দিয়ে করিয়ে নাও, নাহয় ওদেরকে দিয়ে করিয়ে নাও। কিন্তু করিয়ে নাও।
যাকে দিয়ে করাবে, তাকে সর্ব্বোচ্চ প্রশিক্ষণ দিয়েই, সব ধরনের ঘোর, কুসংস্কার, আবদ্ধতা, অপবিদ্যা, জড়তা থেকে মুক্ত করিয়েই করিয়ে নাও।
আর বান্দা হিসাবে আমাদের সব সময় মনে রাখতে হবে, যে রেসপন্সিবিলিটি অনুভব করেছে, সে-ই রেসপন্সিবল। রেসপন্স তারই করতে হবে। এবং এজন্য নীতির পরিশুদ্ধতা ও উপলব্ধির পরিশুদ্ধতা তারই অর্জন করতে হবে।
আরেকজন বিশ্বাসীর দিকে চেয়ে থাকার উপায় নেই। তারও যেমন দায় আছে, আমারও দায় আছে। আমারটুকু আমি করলেই যথেষ্ট। প্রয়োজনে তার করণীয়টুকুও যেন আমি করতে পারি, এই দৃঢ়তা থাকা আবশ্যক।