আসুক মাহদী
- গোলাম দস্তগীর লিসানী

মাহদী-খোঁজা লোকগুলোকে
আচ্ছামতন কিলমারো।
কাছে যদি না পাও যেতে,
দূরের থেকেই ঢিল মারো।

মাহদী-খোঁজা লোকগুলোতেই
ঘুণ ধরেছে দশমণি।
মাহদী-খোঁজা লোকগুলোতেই
অগ্রগতির দুশমনি।

করবে না কাজ দু চার ফোঁটা
করবে দোয়া লম্বা।
আযাব পাঠাও, গজব পাঠাও-
মাহদী পাঠাও, কিম্বা!

খাওয়া তো নেই বন্ধ তাদের
মাহদী আসার জন্য।
ভাল কাজের উঠলে কথা?
‘আসুক মাহদী, ধন্য।’
Top