এলোকেশে মাঝ পথে একটু মুচকী হাসি,
পাগলীর পুটলি ছিঁড়ল, উন্মুক্ত হলাম আমি!
✍ মাসুম বিল্লাহ সানি
━━━━━━━━━━━━━
``লোকালয়ের ভিড়ে রাস্তার পাশ ঘেষে আনমনে হাঁটছি। মনে শত পীড়াদায়ক চিন্তা যাতনা হয়ে লেপ্টে আছে। কি পেলাম না পেলাম সেই অঙ্ক কষাকষিতে ব্যস্ত। মনে বেশ খোঁচাখুঁচি করছে।
বই কিনতে চললাম, গন্তব্য - লাইব্রেরি। লাইব্রেরীতে বই থাকে, সুসজ্জিত বইয়ের স্তূপ মানে পাতায় পাতায় ভাঁজে ভাঁজে জ্ঞানের সমাহার। লাইব্রেরী হল জ্ঞানের বাজার, সেই জ্ঞানের বাজারে জ্ঞান কিনতে যায় সবাই।
হঠাৎ সামনে থমকে দাঁড়িয়ে কোন একটা দৃশ্য পাশ কাটিয়ে গেলাম। ভিড়ের মাঝে এক এলোকেশে পঞ্চাশোর্ধ্ব নারী বসে পরেছে। তাঁর পুটলি ছিঁড়েছে, মুচকী হেসে ছিঁড়ে যাওয়া ব্যাগটি গোছাচ্ছে। পরনের কাপড়টা বেশ মলিন আর নোংরা তবে তার হাসিখানা ততটুকুই উজ্জ্বল।
পীড়া যেন আরও বেড়ে গেল। কি সম্পদ? তার এই খুশির রহস্য কি? নজর পড়ল ব্যাগের দিকে। বাধাকপির গোড়ায় থাকা এক গুচ্ছ পাতা। যা আমরা সবাই খাবার অনুপযুক্ত বলে ফেলে দেই। স্বযত্নে বুড়ি তোলে এনেছে।
আমি বাধাকপি খুব একটা পছন্দ করতাম না, রব দেখিয়ে দিলেন আমার জন্য সেই একগুচ্ছ পরিত্যক্ত পাতা কিছু মানুষের আহার সম্বল! আমাকে তার চেয়েও শত সহস্রগুণ ভাল, হরেক রকমের খাদ্য দ্বারা আহার করিয়েছেন! আমাকে অন্ন-বস্ত্র, জ্ঞান-শিক্ষা, বোধগম্যতা দিয়ে পরিপূর্ণ করেছেন তবুও আমি এত অপূর্ণ (এত অভাব) কিন্তু সেই মানুষটার কি এমন আছে যাতে তিনি এত পরিপূর্ণ (এত আনন্দিত)? তাসাউফ শেখার জন্য কত বই পড়লাম এই তাসাউফ কিভাবে চোখে পড়ল না! অথচ আসল তাসাউফ তো এটাই।
হ্যাঁ বেলা শেষে আমি (আমরা) শিখেছি মানুষটা পাগল। কেবল শিখতে পারি নি -
✧"আল্লাহর পৃথিবী (বড়ই) প্রশস্ত। যারা সবরকারী, তারাই অগণিত পুরস্কার দ্বারা পুরষ্কৃত হয়।’ [সূরা যুমার: ১০]
✧"আর তোমরা ধৈর্য্যধারণ কর। নিশ্চয়ই আল্লাহ তা’আলা রয়েছেন (সাবেরীন) ধৈর্য্যশীলদের সাথে।’ [সূরা আনফাল: ৪৬]
✧"হে মানুষ! তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকর্তা আছেন কি, যিনি তোমাদেরকে আসমান ও যমীন থেকে রূযী দান করেন? তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ?’
[ফাতির ৩৫/৩]
✧"হে আল্লাহ! আমাকে আপনি যে নি'য়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি এবং আপনার নিকট আমার গুনাহও স্বীকার করছি।"
[বুখারী হা/৬৩০৬; মিশকাত হা/২৩৩৫]
━━━━━━━━━━━━━
তব ভান্ডারে সবই আছে,
জীবন আমার ষোল আনা মিছে!
তোমারই কাছে করুণা যাচি,
ফাবিআইয়্যি আলা━━য়ি রব্বিকুমা- তুকায্যিবান!