চারিত্রিক পবিত্রতা


عفت

 'ইফফত' এর অর্থ হারাম থেকে বেঁচে থাকা। অভিধান গ্রন্থে ইফফত এর সংজ্ঞা এভাবে প্রদান করা হয়েছে العنف عنا لايحل ولا يجمل  

‘আল ইফফাতু আম্মা লা ইয়াহি ওয়া লা ইয়াজমিলু' অর্থাৎ ইফফত এর অর্থ হচ্ছে যা হালাল এবং সুন্দর নয় তা থেকে বেঁচে থাকা। 

হুজুর আকরম (ﷺ) এর ইফত বা চারিত্রিক গুণাবলী ও পবিত্রতার পূর্ণতা সম্পর্কে বর্ণনা করতে পারে এমন ভাষা কার আছে? ইফফত বা চারিত্রিক হেফাযত যেখানে আছে সেখানে সবই আছে। হাদিস শরীফে আছে, হুজুর পাক (ﷺ) এমন কোনো রমণীর হাত জীবনে কখনও স্পর্শ করেন নি যার মালিক তিনি নন। তার চারিত্রিক পূতপবিত্রতার স্বরূপ বর্ণনা দিতে গিয়ে পরিভাষাগত হিসেবে অবশ্য এ উক্তিটি উল্লেখ করা হয়েছে। নতুবা 'ইফত' এর হাকীকত বলতে যা বুঝায় তা হুজুর পাক (ﷺ) এর মধ্যে বিদ্যমান ছিলাে না। কেননা চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলী বলতে যা বুঝায় তিনি তাে তা থেকে শত সহস্র গুণ উর্ধে। হুজুর পাক (ﷺ) এর গুণাগুণ সমূহ, সত্যবাদিতা ইত্যাদি সম্পর্কে তাকে বার বার আলোচনা করা হয়েছে।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী] 


© | সেনানী এপ্স |

Top