Latest News

আল্লাহ তায়ালা বলেন, ‘যারা জানে আর যারা জানে না তারা কি সমান?’ (সূরা যুমার : ০৯)।

‘জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের ওপর আবশ্যক।’ (সুনান ইবনে মাজাহ)।

জ্ঞানার্জনের ফজিলত সম্পর্কে রাসুল (ﷺ) বলেছেন, ‘আল্লাহ তায়ালা আমার প্রতি ওহি করেছেন, যে ব্যক্তি ইলম (জ্ঞান) অর্জনে কোনো রাস্তা অবলম্বন করে, আমি তার জান্নাতের রাস্তা সহজ করে দেই।’ (বাইহাকি, শুআবুল ঈমান : ৫৩৬৭)।

অপর হাদিসে  রাসুল (ﷺ) এরশাদ করেন, ‘ইলমের (জ্ঞানের) অধিকারী ব্যক্তির জন্য সব কিছুই ক্ষমা প্রার্থনা করে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্তও।’ (কানযুল উম্মাল : ২৮৭৩৭)।

Top