তাকবীরে তাশরীক একবার বলা ওয়াজিব, তিনবার বলা ফজিলতের কারণ:

জিলহজ্জ মাসের ৯ই তারিখ ইয়াউমে আরাফাহ।এদিন ফজরের নামাজ থেকে শুরু করে ১৩ই জিলহজ্জ আসর পর্যন্ত এই ২৩ ওয়াক্তের ফরজ নামাযের সালাম ফিরিয়ে তাকবীরে তাশরিক পড়তে হয়। এটা নারী পুরুষ সকলের উপর ওয়াজিব। তাকবীরে তাশরীক নিম্নরূপ-

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لَااِلٰهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ.
"আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ!"

কিন্ত এ তাকবীর কয়বার পড়তে হবে তা নিয়ে আমাদের দেশে ঝগড়ার শেষ নেই। কেউ তিন বার পড়েন আর কেউ একবারের চেয়ে বেশী পড়তে নারাজ।আরেক দল আছেন উনারা একবারের বেশী পড়নে ওয়ালাদের বেদাতী বলে ফতওয়া দেন।

** দলিল সহ বিস্তারিত আলোচনাঃ

০১. দুররুল মুখতার ১১৪ নং পৃষ্ঠায় বর্নিত আছে,

(ويجب تكبير التشريق) في الأصح للأمر به (مرة) وإن زاد عليها يكون فضلا. قاله العيني (الدر المختار صحفة ١١٤)

অনুবাদঃ  তাকবীরে তাশরীক একবার বলা ওয়াজিব। ইমাম আইনী বলেন, কেউ যদি অতিরিক্ত বলে তবে তা ফজিলত বা সওয়াবের কারণ হবে।

০২. ফতওয়া-ই শামী ০৩ জিলদ ৬২ নং পৃষ্ঠায় উল্লেখ আছে,

  وقيل ثلاث مرات. (ردالمحتار ج٣ ص ٦٢ - دار الكتب)

অনুবাদঃ কেউ কেউ বলেছেন তিনবার  (বলবে)।
এটা হলো- হানাফী মাযহাবের ফায়সালা। কিন্তু যারা এটা না মেনে বিবেধ সৃষ্টি করেছেন তারা বলছেন অন্য কথা। পাঠকেরা যাতে সত্য বুঝতে পারেন এজন্য নিম্নে কিছু আলোচনা উপস্থাপন করলাম।

এ ব্যপারে ওলামায়ে দেওবন্দের আরেকটা ফতওয়া আমরা দেখে নেই।

▪ ফতওয়া দারুল উলুম দেওবন্দ ০৫ম জিলদ ১৫০ নং পৃষ্ঠায় বর্ণিত আছে,

تکبیر تشریق ایک دفعہ کہنا واجب ہے اس سے زیادہ واجب نہیں ہے اور در مختار میں عینی سے نقل کیا کہ زیادہ کہن میں فضیلت اور ثواب ہے کچہ حرج نہیں ہے۔
لکن  شامی میں ابوالسعود سے نقل کیا ہے کہ ایک مرتبہ سے زیادہ کہنا خلاف سنت ہے پس بہتر ہے کہ ایک دفع پر اکتفاء کیا جائے ۔

অনুবাদঃ তাকবীরে তাশরীক এক বার বলা ওয়াজিব।এর থেকে বেশী ওয়াজিব নয়। দুররুল মোখতার কিতাবে আইনি থেকে বর্ণিত, এক বারের অধিক বলা সওয়াবের কারণ। কোন অসুবধা নেই।

Top