বিষয়ঃ"এক মহিলা অন্য মহিলার শরীরের কতটুকু অংঙ্গ দেখতে পারবে?"

স্বাধীন আহমদ রেজভী
জুলাই ৬,২০১৯ ইং
*********************
প্রশ্ন: এক মহিলা কি অন্য মহিলার শরীরের সকল অংঙ্গ দেখতে পারবে? এক্ষেত্রে ইসলামি শরিয়তের হুকুম কি?

উত্তর : জ্বী না।এক মহিলার জন্য অন্য মহিলার নাভীর নিচ থেকে হাটু পর্যন্ত দেখার অনুমতি নেই।
আল্লামা মুফতি আমজাদ আলী আজমি (র.)  বলেন:"এক মহিলার জন্য অন্য মহিলাকে দেখার সেই হুকুম যা এক পুরুষ অন্য পুরুষকে দেখার হুকুম।
অর্থাৎ নাভীর নিচ থেকে হাটু পর্যন্ত দেখতে পারবে না।অন্য অংঙ্গসমূহ দেখতে পারবে।তবে শর্ত হচ্ছে, যৌন উত্তেজনা যেন না হয়।

নেককার মহিলাদের উচিত নিজেদেরকে পাপিষ্ঠা মহুলার দৃষ্টি থেকে বাচিয়ে রাখা।অর্থাৎ তার সামনে ওড়না ইত্যাদি যেন না খুলে।কেননা সে তাকে দেখে পুরুষের সামনে তার আকৃতির বর্ণনা করবে।"(প্রাগুক্ত ৮৬)

Top