Latest News

বিষয়ঃ"বেপর্দার শাস্তি "
*******************
প্রশ্নঃ বেপর্দার শাস্তি কী?

উত্তরঃপর্দাহীনতা বা বেপর্দা গজবের ও ধ্বংসের কারণ।আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সুরা নুর এর ৩১ নং আয়াতে ইরশাদ করেন,"এবং তারা যেন মাটিতে সজোরে পদচারণা না করে যাতে করে তাদের গোপন সাজ-সজ্জা জানা যায়।"

উক্ত আয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ মোফাসসির হযরত নঈমউদ্দীন মুদারাবাদী (র.) বলেনঃমহিলারা নিজের ঘরের মধ্যে চলাফেরার সময় ও এমনভাবে পা ফেলবে যেন তাদের অলংকার এর আওয়াজ শোনা না যায়।

★মাসয়ালাঃএজন্যই মহিলাদের উচিত তারা যেন শব্দ সৃষ্টিকারী নুপুর পরিধান না করে। হাদীস শরীফে বর্ণিত আছে, "আল্লাহ তাআলা সে সম্প্রদায়ের দোয়া কবুল করেন না যে সম্প্রদায়ের লোক নুপুর পরিধান করে।" (তাফসিরে আহমদীয়া,৫৬৫ পৃষ্ঠা) এ থেকে বুঝে নেয়া উচিত যে, যখন অলংকারের শব্দ দোয়া কবুল হওয়া কে বাধাগ্রস্থ করে , তবে মহিলারা নিজের আওয়াজকে(শরীয়তের বিনা অনুমতিতে) পর পুরুষের নিকট পৌঁছানো এবং বেপর্দা  হওয়া কি রূপ আল্লাহতালার গজবের কারন হবে। পর্দার ব্যাপারে বেপরোয়া হওয়া ধ্বংসের কারণ। (খাযায়িনুল ইরফান, ৫৬৬ পৃষ্ঠা)

✍স্বাধীন আহমদ রেজভী
জুন ১২,২০১৯ইং

Top