আমার সুজন কোই,?
[লেখক:: আরিফ ওয়াকিজ]
একলা পথে হাটঁছি আমি
নীরবে আকাঁ বাকাঁ
প্রেম জনা আজ খুজি মনে
চারদিক শুন্য ফাকাঁ
অচিন দেশের প্রাচীন পথে
সারারাত জেগে রই
মনের ঘরে তালা খোলা আজ
আমার সুজন কোই,?
যার ঘ্রাণে মাতাল হইলাম
ছাড়িলাম বসত বাড়ি
এক কাপড় আর এক বিচানায়
রইলাম ডিবিয়া ঘারী
মনের হালত কেহ্ শুনে না
আপনে বিনে স্বামী
আমার ইয়াকিন মনে প্রানে
আপনে অন্তর জামী
দুঃখ্য দশা একাকিত্ব মোর
সবি দেখিতে পান
সর্বশেষে মুনিব আপন চরনে
দিবে মোর পরিত্রাণ
জগত সংসারে কঠিন পাপী
আমারে সকলে কয়
আপনার প্রেম আগুনে ঝলিয়া
সারাক্ষণ দমিয়া রয়
কি করিতে আজি হয়লো কি
আপনি বুঝেন প্রেমিক
যা কিছু হোক কর্ম ধর্ম মোর
আপনার তরফ দিক
অপমানে মোর আপনার কিছুই
যায় কি আসে না,?
আমার এই হালত দেখিয়া বুঝি
দয়া দ্বিলে জাগে না,?
মরিতেও রাজি এই সুখেতে
ওয়াকিজ হাসিয়া কয়.!
এমন প্রেমের ঝালা সংসারে
কজনের ভাগ্যে রয়,?
Related Posts
আগুনের ঝলক
আগুনের ঝলককবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- দ্রোহীদের যত প্রথা,দ্রোহময় যত কথা,বলবে তাদ[...]
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- সবুজ গম্বুজ আর উচ্চ মিনার[...]
মুজাদ্দিদ আলফে সানী
মুজাদ্দিদে আলফে সানি (রহমতুল্লাহি আলাইহি) কে নিয়ে কবি ফররুখ আহমদের কবিতা-"মুজাদ্দিদ আলফে সানী''কবিঃ [...]
“ইশকে নবীর ফোয়ারা কোথায়”
ইশকে নবীর ফোয়ারা কোথায়কতটা গভীর কতটা অতললাজুক আশিক পিয়াস মেটায়আবরু লুকায় টানিয়ে আঁচল।এই সুধা কভু মিট[...]