Al-Quran: Kanzul Imaan
৯৫.সূরা আত-ত্বীন (কাঞ্জুল ইমান)
৯৫.সূরা আত-ত্বীন (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالتّينِ وَالزَّيتونِ
95:1 ডুমুরের শপথ ও যায়তূনের,
وَطورِ سينينَ
95:2 এবং সিনাই পর্বতের,
وَهٰذَا البَلَدِ الأَمينِ
95:3 এবং এ নিরাপদ শহরের-
لَقَد خَلَقنَا الإِنسٰنَ فى أَحسَنِ تَقويمٍ
95:4 নিশ্চয় আমি মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি।
ثُمَّ رَدَدنٰهُ أَسفَلَ سٰفِلينَ
95:5 তারপর তাকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি-
إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
95:6 কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে।
فَما يُكَذِّبُكَ بَعدُ بِالدّينِ
95:7 অতঃপর এখন কোন জিনিস তোমার জন্য ন্যায় বিচারকে অস্বীকার করার কারণ হয়েছে?
أَلَيسَ اللَّهُ بِأَحكَمِ الحٰكِمينَ
95:8 আল্লাহ্ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নন?
95:1 ডুমুরের শপথ ও যায়তূনের,
وَطورِ سينينَ
95:2 এবং সিনাই পর্বতের,
وَهٰذَا البَلَدِ الأَمينِ
95:3 এবং এ নিরাপদ শহরের-
لَقَد خَلَقنَا الإِنسٰنَ فى أَحسَنِ تَقويمٍ
95:4 নিশ্চয় আমি মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি।
ثُمَّ رَدَدنٰهُ أَسفَلَ سٰفِلينَ
95:5 তারপর তাকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি-
إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
95:6 কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে।
فَما يُكَذِّبُكَ بَعدُ بِالدّينِ
95:7 অতঃপর এখন কোন জিনিস তোমার জন্য ন্যায় বিচারকে অস্বীকার করার কারণ হয়েছে?
أَلَيسَ اللَّهُ بِأَحكَمِ الحٰكِمينَ
95:8 আল্লাহ্ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নন?