খারেজীদের আমল সমুহ কোন কাজে আসবেনা

লেখক:-হাসনাইন আহমদ আলকাদেরী



قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ

فِي الْحَيَاةِ الدُّنْيَاوَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا

(ইয়া হাবীবাল্লাহ) আপনি বলে দিন,আমি কি তোমাদেরকে এমন ব্যক্তিদের সম্পর্কে সতর্ক করে দেবো যারা আমলের দিক থেকে সর্বাপেক্ষা অধিক ক্ষতিগ্রস্ত?

এরা তারাই যাদের সমস্ত অর্জনগুলো দুনিয়াতেই নষ্ট হয়ে গেছে।অথচ তারা এ ধারণায় রয়েছে যে, তারা খুবই ভালো কাজ করে যাচ্ছে।



সুত্র:-আল কোরআন-সুরা কাহাফ ১৮/১০৩,১০৪;



আয়াতের তাফসীর:-

১.ইমাম তাবারী, জামিউল কোরআন ১৬/৩৩,৩৪ পৃষ্টায় উল্লেখ করেছেন,আমলের দিক থেকে ক্ষতিগ্রস্তরা হলো খারেজী।খারেজী নেতা ইবনুল কাওয়া যখন হযরত আলী রাঃ থেকে জানতে চাইলো এই আয়াতে কাদের কথা বলা হয়েছে?

তখন তিনি বলেন-انتَ وأصحابكَ অর্থাৎ তুমি এবং তোমার সাথীরা।

২.আল্লামা ইমাম সমরকান্দী, বাহরুল উলুমের ২/৩৬৪ পৃষ্টায় এই আয়াতের তাফসীরে লিখেছেন-হযরত আলী রাঃ বলেন, আমল করেও যারা ক্ষতিগ্রস্ত তারা হলো খারেজী।



বুঝা গেলো খারেজীরা যতই আমল করুক কিন্তু তাদের এই আমল কোন কাজেই আসবেনা।





Top