ঈমানদার ছাডা জান্নাতে যাওয়া যাবেনা আর ঈমানদারগন হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা অনুসরনকারীগন
**************************************
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا
অনুবাদ :- যদি কোন পুরুষ বা নারী নেক আমল ঈমানদার থাকা অবস্হায় করে, তাহলে সে (শুধু তার মত ঈমানদারগন ) জান্নাতে প্রবেশ করবে।তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবেনা।





সুত্র:-আল কোরআন-সুরা নিসা, আয়াত নং ১২৪;


হযরত উমর রা: বলেন নবিজী সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বলেছেন-
يا ابنَ الخطابِ اذهبْ فنادِ فى الناسِ انّهُ لا يدخلُ الجنةَ الا المؤمنَ،قال فخرجتُ فناديتُ ،الَا انه لا يدخلُ الجنةَ الّا المؤمنَ
হে খাত্তাবের পুত্র! যাও লোকদের মাঝে ঘোষনা করে দাও যে,একমাত্র ঈমানদাররাই জান্নাতে প্রবেশ করবে।হযরত উমর রা: বলেন অত:পর আমি লোকদের বের হয়ে ঘোষনা করলাম শুনে রাখো ঈমানদার ছাডা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেনা।


সুত্র:-সহীহ মুসলিম ১/১০৭,হাদীস নং ১১৪;


অতএব আমাদেরকে খুজতে হবে সে ঈমানদার জান্নাতী দল কোনটা তা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন-


يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ۚ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُون
সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। কাজেই, যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, ‘তোমরা কি ঈমান এনে কাফির হয়ে গেলে ?’ সুতরাং এখন আযাবের স্বাদ করো স্বীয় কুফরের বিনিময়ে।


সুত্র:-আল কোরআন-সুরা আলে ইমরান ১০৬;


এই আয়াতের তাফসীরে হাফেজ ইবনে কাসীর রহ: আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই উক্তি পেশ করেছেন-
وتبيضُّ وجوهُ اهل السنةِ والجماعة
কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জল হবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত।


সুত্র:ইবনে কাসীর-তাফসীরে ইবনে কাসীর ২/৭৯,দারুল কুতুব ইলমিয়্যা,বয়রুত লেবানন;


আর যাদের চেহারা কালো হবে তাদের ইমাম ইবনে আবি হাতিম বলেন-انهم الخوارج তারা হলো খারেজীগন।


সুত্র:- ইবনে আবি হাতেম-তাফসীরুল কোরআনীল আজীম ১/৩৪৭;


এমনকি হাফেজ ইবনে কাসীরও তার তাফসীরের ১/৩৪৭ পৃ: এই মতটি পেশ করেছেন।


তাই এই আহলে সুন্নাত ওয়াল জামাআতের লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُون
আর যাদের (আহলে সুন্নাত ওয়াল জামাআতের) চেহারা উজ্জ্বল হয়েছে, তারা আল্লাহর অনুগ্রহের মধ্যে রয়েছে। তারা তাতে স্থায়ীভাবে থাকবে।


সুত্র:-আল কোরআন-সুরা আলে ইমরান ১০৭;


শিক্ষণীয়: অতএব বুঝা গেলো ঈমানদার তথা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া ছাডা আপনি যত আমলই করুন আপনার ঐ আমল আপনাকে কখনো জান্নাতে নিতে পারবেনা।



Top