নফসের সাথে জিহাদই বড় জিহাদ
হযরত ফাদ্বালা ইবনে উবায়দ রাঃ বলেন,আমি নবিজী সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম থেকে শুনেছি-
المُجاهد مَن جاهد نفسه
প্রকৃত মুজাহিদ হলো হলো সেই ব্যক্তি, যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে।
ইমাম তিরমিযি হাদীসটি সম্পর্কে বলেন,হাদীসটি হাসান ও সহীহ।
এমনকি লামাজহাবীদের গুরু আলবানী সহীহ তিরমিযির ১৬২১ এর টিকায় সনদটিকে সহীহ বলেছে।
সুত্র:-সুনান তিরমিযি ৩/২১৭, হাদীস নং ১৬২১;
হযরত জাবের রাঃ বলেন,নবিজী একদা এক জিহাদ থেকে ফিরে এসে বললেন-
قدِمتُم خيرَ مَقدمٍ من الجهاد الاصغرِ الى الجهادِ الاكبرِ
قالوا وما الجهادُ الأكبرُ ؟ قال مُجاهدةُ العبدِ هواهُ
আমরা ছোট জিহাদ থেকে বড জিহাদের দিকে প্রত্যাবর্তন করেছি।সাহাবীগন বলেন নবিগো বড জিহাদ কোনটি? নবিজী বললেন বান্দা তার কুপ্রবৃত্তির সাথে জিহাদ হলো বড জিহাদ।
সুত্র:-বায়হাকী-যুহুদুল কাবীর ১/১৬৫,হাদীস ৩৭৩;
খতিবে বাগদাদী-তারিখে বাগদাদ ১৫/৬৮৫, ক্রমিক নং ৭২৯৭