দরসে হাদিসঃ অনর্থক কথা বলা, অন্যকে ছোট করা ও নিজের পান্ডিত্য জাহির করার শাস্তিঃ
⭕ রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,
যাদের কে আমি সবচেয়ে বেশি ঘৃনা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে বেশি দূরে
অবস্থান করবে তারা হল সেইসব লোক,
→ যারা অনর্থক কথা বলে,
→ যারা অন্যকে ছোট করে এবং
→ যারা কথা বলার সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করে।
(সহিহ জামে তিরমিযি)
আল্লাহ আমাদের এসব পাপ থেকে হেফাযত করুন। (আমিন)
Top