মাসয়ালা   (১)   -   কুরবানির   পশু   খুব   সুন্দর   রিষ্ট-পুষ্ট  হওয়া।  জবেহ করার পূর্বে ছুড়িতে ধার দিয়ে নেওয়া। জবেহ  করার পর প্রাণ    বের হয়ে গেলে হাত পা কেটে  এবং  চামড়া ছাড়ানো।  জবেহ   করার   পদ্ধতি নিজের কুরবানি নিজে করা।  ভালো  জবেহ করতে  না  জানলে  জবেহ   করার   সময়     উপস্থিত   থাকা।   (আলমগীরি   ও বাহারে-শরীয়াত)।

মাসয়ালা   (২)   -    কুরবানির   পশু     মুসলমানের    দ্বারায় জবেহ করাতে হবে। কোনো অগ্নিপূজক অথবা কাফের ও  মুশরিক   দ্বারায়  জবেহ  হলে   কুরবানি  হবেনা।  বরং উক্ত    পশুকে    হারাম    এবং    মৃত    মনে    করতে    হবে।  কাফেরের  সাহায্য   নিয়ে কুরবানি করলে  কুরবানি হয়ে যাবে কিন্ত মাকরূহ হবে (বাহারেশরীয়াত)।

Top