আসসালামু আলাইকুম 

কুরআন শরীফে যে সিজদাহ্গুলো রয়েছে সেইগুলা কি খতম দেওয়ার পর একসাথে দেয়া যাবে?

সিজদাহর সঠিক নিয়মটা জানতে চাচ্ছি

ময়ূরী 

শরীয়তপুর


ওয়ালাইকুমুচ্ছালাম


  __________কৃত_________

       ইমরান আহমেদ


                 জবাব:-

তেলাওয়াতে সেজদার মাসআলা

১। মাসয়ালা:   পরিত্র কোরআনে মোট চোদ্দটি তেলাওয়াতের সেজদা রয়েচে ।  কোরআন কারীমের হাশিয়া ওপর যে স্হানে (সেজদা) লেখা আছে সে সে স্হানে তেলাওয়াত করলে বা শুনলে সেজদা করা ওয়াজিব হয় । একেই ""তেলাওয়াতের সেজদা বলা হয় ।   


২-মাসয়ালা:    নামাজের সেজদা যেভাবে আদায় করতে হয়, তেলাওয়াতের সেজদা ও সেভাবে আদায় করতে হবে । কোন কোন ব্যক্তি কোরআন মাজিদের ওপর সেজদা করে, এতে সেজদা আদায় হবে না ।


কোরআন শরীফে যে যে স্হানে সেজদা আছে নিছে সে উল্লেখ করা হলো

১. সূরা আরাফ, আয়াত ২০৬।‍


২. সূরা আর রাদ, আয়াত ১৫।


৩. সূরা আন নাহল, আয়াত ৪৯।


৪. সূরা বনি ইসরাইল, আয়াত ১০৯।


৫. সূরা মারইয়াম, আয়াত ৫৮।


৬. সূরা হজ, আয়াত ১৮।


৭. সূরা আর ফোরকান, আয়াত ৬০।


৮. সূরা আন নামল, আয়াত ২৬।


৯. সূরা আস সিজদাহ, আয়াত ১৫।


১০. সূরা সাদ, আয়াত ২৪।


১১. সূরা হা-মীম সিজদা, আয়াত ৩৮।


১২. সূরা আন নাজম, আয়াত ৬২।


১৩. সূরা আল ইনশিকাক, আয়াত ২১।


১৪. সূরা আল আলাক, আয়াত ১৯।



         🌴মোবারকবাদ🌴

Top