আসসালামু আলাইকুম

প্রশ্ন-১: কোন ছেলে আর মেয়ের মধ্যে যদি প্রেমের সর্ম্পক  থাকে। তাকে পাওয়ার জন্য যদি দোয়া করা হয় তাহলে কি পাপ হবে?

প্রশ্ন-২:কোন আমল করলে মনের আশা পূরণ হয়?

নাম:সুমাইয়া

ঠিকানা:নারায়ণগঞ্জ


     ওয়ালাইকুমুচ্ছালাম 


সংক্ষিপ্ত জবাব:--

 ১.জবাব :- অবশ্যই গোনাহ হবে। কারণ প্রেম করা হারাম। আর হারাম কোন জিনিস পাওয়ার জন্য প্রার্থনা করাও গুনাহ। তবে হারাম সম্পর্ক ছাড়া বিয়ে করার জন্য তাকে পাওয়ার প্রার্থনা জায়েজ হতে পারে।


২.জবাব:-শেষ রাতে তাহাজ্জুদ  পড়ে আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ্ মনে আসা পরিপূর্ন হবে.


       🌴মোবারকবাদ🌴

Top