আসসালামু আলাইকুম

প্রশ্ন

১) অসুস্থতার জন্য যদি সন্ধ্যা রাতে তারাবির নামাজ না পড়তে পারে,নামাজ  ১ টার পর পড়ে তাহলে কি নামাজ হবে?


২) আমি প্রায় রাতে স্বপ্নে কালো বিড়াল দেখি যা দেখে অনেক ভয় পাই।

এর অর্থ কি হতে পারে? 


অপু আক্তার

কুষ্টিয়া


   ওয়ালাইকুমুচ্ছালাম


১  জবাব:--

নির্দিষ্ট ওয়াক্ত মত এশা আদায়ের পর সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত তারাবিহ পরতে পারবেন।


২  জবাব:--

সপ্নে কালো বিড়াল দেখা বিপদ বালা মছিবতের আলামত ,নিজের ভূল ত্রুটির দিকে খেয়াল রাখুন দান সদকা করুন আল্লাহর ইবাদতে মগ্ন থাকুন শেষ রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন ৷


        🌴মোবারকবাদ🌴

Top