আস্সালামুআলাইকুম
প্রশ্নঃ বাসায় জামাতের সহীত নামাজ আদায় করলে নামাজের পুর্বে আজান দেওয়ার বিধান সম্পর্কে জানতে চাই....?
নামঃমাহবুবুর রহমান
ঠিকানাঃমাধবপুর ,হবিগন্জ।
@Mahbubur Rahman
ওয়ালাইকুমুচ্ছালাম
________কৃত________
ইমরান আহমেদ
জবাব:--
আজানের বিষয়টি জামাত ও মসজিদের জন্য। মসজিদে আজান দেওয়া হয়ে থাকে। এখান থেকে বোঝা যায়, মসজিদের সঙ্গে আজানের সম্পর্ক রয়েছে। একাকী সালাতের জন্য আজান শর্ত নয়। তবে জামাত হলে সেখানে আজান দেওয়াটা সুন্নাহ।
একাকী সালাত আদায় করলে তিনি একামত দিতে পারবেন এবং জামাতের জন্যও একামত দেওয়াটা সুন্নাহ।
🌴মোবারকবাদ🌴