বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিবেকের কাঠগড়ায় আমীরে মুয়াবিয়া (রাঃ)-[পর্ব 3]
লেখক, সংকলকঃ (Masum Billah Sunny)

⛔ প্রকৃত ``আহলুস সুন্নাহর`` অনুসারীগণ কি আমীরে মুয়াবিয়া (রাঃ) এর সমালোচনা করেন কিংবা মন্দ বলা পছন্দ করেন? না কখনোই না।

⛔ যারা আমীরে মুয়াবিয়া (রাঃ) এর মন্দ বলে কিংবা সমালোচনা করে তাদের ব্যাপারে কি ফতোয়া দিবেন?
- দেখুন আমি মূর্খ মানুষ কাউকে নিজের মুখ থেকে কাফির, মুনাফিক, শিয়া ইত্যাদি বলার সাহস রাখি না। তবে ইমামগণের ফতোয়া উল্লেখ করছি। 
সম্মানিত সাহাবীগণের সমালোচনা কারীদের ব্যাপারে ফতোয়া। আল্লাহ সর্বজ্ঞাত।

⛔ ইমাম আবু জাফর তাহাবী (রহঃ) এর ফতোয়াঃ
ونحب اصحاب رسول الله صلی الله عليه وسلم ولا نفرط فی حب احد منهم-ولا نتبرا من احد منهم ونبغض من يبغضهم وبغیر الحق نذعرهم ولا ند كرهم الا بخير-وحبهم دينا وايمانا واحسانا- ويغضهم كفرا ونًاقا وطغيانا-
অনুবাদ:  আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সকল সাহাবিকে ভালবাসি। তবে কোন সাহাবির ভালাবাসায় সীমালঙ্গন করিনা। সাহাবীগণের কারো সাথে বৈরী ভাব রাখিনা। যারা সাহাবাদের সাথে বিদ্বেষ পোষন করে কিংবা অনুত্তম, অসৌজন্য ভাবে তাদেঁর উল্লেখ করে, আমরা তাদেঁরকে ঘৃণা করি। আমরা উত্তম ও সৌজন্য মূলক ছাড়া, অন্য কোন ভাবে সাহাবায়ে কেরামকে উল্লেখ করিনা।সাহাবায়ে কেরামকে ভালবাসা দ্বীন, ঈমান ও ইহসান বা কল্যানের বিষয়। আর তাদের প্রতি ঘৃণা, বিদ্বেষ ও শত্রুতা পোষন করা কুফরি, মুনাফিকি এবং সীমালঙ্গন করার পর্যায় ভুক্ত বা বিদ্রোহের কাজ।
★ [ইমাম আবু জাফর তাহাবী (রহঃ) → আকীদা তাহাবী, পৃষ্টা নং-৭৯]

⛔ কাজী আয়াজ মালেকী (রহঃ) এর ফতোয়াঃ

قال مالك رحمه الله من شتم أحدا من اصحاب النبى  أبا بكر أو عمر او عثمان او على او معاوية او عمر بن العص فبان قال: كانوا على ضلال و كفر

অর্থ: হযরত মালিক (রহঃ) মন্তব্য করেছেন, যদি কেউ রাসূলুল্লাহ (ﷺ) এর কোন সাহাবী যেমন- হযরত আবু বকর (রাঃ) , হযরত ওমর (রাঃ), হযরত ওসমান (রাঃ), হযরত আলী (রাঃ),হযরত মুয়াবিয়া (রাঃ) ও হযরত ওমর বিন আস (রাঃ) প্রমুখদের প্রতি খারাপ মন্তব্য করে তাহলে অবশ্যই সে পথভ্রষ্ট ও কাফের। 
★ [ইমাম কাজী আয়াজ মালেকী (রহঃ) → আশ-শিফা বি তারীফে হুকুকিল মোস্তফা,৮৭৮ পৃষ্টা]

⛔ ইমাম  শিহাব উদ্দীন খাফফাজী (রহঃ) এর ফতোয়াঃ

من يكون يطعن فی- معاوية فذاك من كلاب الهاوية.

"যে ব্যক্তি হযরত মুয়াবিয়া (রাঃ) সমালোচনা করে বা মন্দ বলে, সে জাহান্নামের কুকুরগুলোর একটি কুকুর।।
★ [ইমাম  শিহাব উদ্দীন খাফফাজী (রহঃ)→ নসীমুর রিয়াজ' শরহে শিফা কাজী আয়াজ]

⛔ ইমাম বদরুদ্দীন আইনী (রহ.) কি সুন্দর বলেছেন তাঁর জীবনীতেঃ
601 - معاوية بن أبى سفيان صخر بن حرب بن أمية الأموى: أبو عبد الرحمن الخليفة، صحابى أسلم قبل الفتح، وكتب الوحى.
-" مغاني الأخيار في شرح أسامي رجال معاني الآثار
হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (রা.) মুসলিম জাহানের খলিফা, প্রিয় নবীর সাহাবী, তিনি মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, তিনি কাতেবে ওহীর একজন ছিলেন। (আইনী, মাগানীল আখিয়ার, ৩/৩৫৫ পৃ. ক্রমিক. ৬০১, সূত্রঃ শহীদুল্লাহ বাহাদুর)
আজকে হানাফি দাবী করে এত বড় হানাফি আলেমের বিরোধিতা করছে, আসলে তারা কি প্রকৃতপক্ষে হানাফি!!!!  কখনোই নয়।
Top